বিনোদন ডেস্ক :
সম্প্রতি 'গায়েবি বউ' নামের একটি নাটকের কাজ শেষ করলেন চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা। একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত। তানিন ছাড়া এতে আরো অভিনয় করেছেন-হৃদয় রাজ জয়, ম. আ সালাম, সাবিহা জামান, মালতী, মিকাইল আহমেদ ও শাওন আশরাফ। এটি রচনা করেছেন আলী হায়দার। আর এটি পরিচালনা করছেন জেসমিন আক্তার নদী। মধুমতি মডেল টাউনের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন সিডি প্লাস।
এ প্রসঙ্গে তানিন সুবহা জানান, নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা। ‘নাটকে কিংবা সিনেমায় কাজ করার ক্ষেত্রে চরিত্রটি গুরুত্বপূর্ণ কিনা সেটাই আসলে আমার কাছে বিশেষভাবে দেখার বিষয়। এ নাটকেও আমাকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। সায়মন ভাই ও নদী ভাবির কাজে অন্যরকম ভালোলাগা কাজ করে সব সময়। তারা বেশ মনোযোগ দিয়ে কাজ করেন বলে কাজটাও ভালো হয়।
তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সামনে তার ৪টি সিনেমার কাজের কথা হয়েছে। কর্নফাম হলে সবাইকে জানানো হবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited