বিনোদন ডেস্ক :
বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ সংগীতশিল্পী জয় ক্রুকস গান গেয়ে যুক্তরাজ্যে সাড়া ফেলেছেন। এই সংগীতশিল্পী প্রথমত আলোচনায় আসেন তার অ্যালবামের নাম দিয়ে। নামটির মাধ্যমে শিল্পী বাংলাদেশি তথা অশ্বেতাঙ্গ পরিচয়ের আবেগমাখা সাহসী স্বাক্ষর রেখেছেন বলে অভিহিত করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। সংগীতের সমালোচকরা বলছেন, ক্রুকসের গানের কথা, সুর ও গায়কীর ভিন্নতা তার স্বকীয়তার পরিচায়ক। এই অ্যালবামের গানগুলোর মাধ্যমে ক্রুকসের যৌন নির্যাতনের শিকার হওয়া থেকে শুরু করে ব্রিটেনের বর্তমান কনজারভেটিভ সরকারের মতো বিষয়গুলো উঠে এসেছে। গানের কথায় লন্ডনের জীবন থেকে শুরু করে তার পরিবারের অভিবাসী জীবনকে ঠাঁই দিয়েছেন এই শিল্পী।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited