বিনোদন প্রতিবেদক :
পারিবারিক সুত্রেই সাংস্কৃতিক বলয়ে বেড়ে উঠেছেন তিনি। পরিবারের সবাই ছিলেন সংস্কৃতিমনা। চলচ্চিত্র, গান ও নাটকের বিভিন্ন ধারায় ছিলো তাদের পারিবারিক বিচরণ। সাংস্কৃতির একাধিক মাধ্যম তাকে হাতছানি দিয়ে ডাকলেও তিনি বেছে নিয়েছেন গান। তবে তার অনুপ্রেরণার নায়ক তার বড় ভাই দেবদাস সিনেমার পরিচালক কামরুল হাসান খান।
প্রকাশিত হয়েছে তার একাধিক অ্যালবাম। তার কন্ঠের মায়ার গুনে শ্রোতা মহলে তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। গান শিখেছেন ওস্তাদ মোহাম্মদ শাকুরের কাছ থেকে। গজল ঘরানার গান কন্ঠ তুলতে পছন্দ করেন তিনি।
পড়াশোনায় মেধাবী বদরুল হাসান খান ঝন্টু খেলাধুলায়ও ছিলেন পারদর্শী। ফুটবল ও ক্রিকেট এই দুই খেলায় কুঁড়িয়েছেন সুনাম।
প্রকৌশলী বদরুল হাসান খান ঝন্টু বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলে নিয়মিত গান করে যাচ্ছেন। নিয়মিত সঙ্গীত চর্চার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সামনে গান নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। তাছাড়া তার বেশ কিছু গান সামনে আসছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited