নিউজ ডেস্ক :
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পাচ্ছেই না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও হেরে যায় টাইগাররা। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ২য় ম্যাচে লড়াই করতে পারেনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাতের মুঠোয় থাকা জয়ও হাতছাড়া হয়ে গেছে।
শারজায় হাই ভোল্টেজ ম্যাচে জয়ের জন্য মুখিয়ে ছিল ক্যারিবীয়রাও, কারণ বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশের মতই আগের দুটি ম্যাচে হেরেছে। বাংলাদেশের অগ্নিঝরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ এর বাজে শুরু সত্ত্বেও তারা সংগ্রহ করে ফেলে ১৪২ রান।
জবাবে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিমরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৩৯ রানে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচ ৩ রানে হেরে যায় টাইগাররা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited