অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জে নতুন করে (বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত) ১৫৩ জনের করোনা শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১০২ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৭১ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ২৯, ৩০, ৩১ জুলাই ও ৪ আগস্ট (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited