অনলাইন ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লেগেছে। বিমানবন্দরের ডিপারচারের সিকিউরিটি চেকিংয়ের ১৫ নম্বর কাউন্টারের সামনে আগুন লাগে। ভারতীয় সময় বুধবার রাত ৯টার ২০ মিনিটে আগুন ধরে যায়।
মুহূর্তে আগুন বড় অংশে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা টার্মিনাল এলাকা। বিমানবন্দরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে আহত বা নিহতের খবর নেই। যাত্রীদের সুরক্ষায় মুহূর্তে টার্মিনাল থেকে বের করে নিয়ে আসেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। আগুনের ফলে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে থাকা সব ফ্লাইট বিলম্ব হচ্ছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited