অনলাইন ডেস্ক :
শীত বাড়ার সাথে সাথে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। ইতোমধ্যে ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হলুদ জোনে রয়েছে ৬টি জেলা। গ্রিন জোনে রয়েছে ৫৪টি জেলা। অপরদিকে খুবই কম সংখ্যক টেস্ট করার তালিকায় রয়েছে ২টি জেলা। এদিকে সারাদেশে গত একদিনে নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সরকারি, বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৩৯৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন করে ২৪৫৮ জনকে নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited