অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার বানিয়াগ্রাম এলাকার মোতালেব মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে মাসুদ বানিয়াগ্রাম বাজার থেকে পুলেরঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে একটি তেলবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। ওই উপজেলার সাংস্কৃতিক কর্মী রাজীব সরকার পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited