অনলাইন ডেস্ক :
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশে। বাংলাদেশের এই উত্থানের সুযোগ করে দিয়েছে পাকিস্তানের পরাজয়। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়া। ৮৮ রানের পরাজয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট কিছু কমেছে। সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। প্রথম ম্যাচে হারের পর দলটির রেটিং ৯২.৫০। বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩.০৬। পাকিস্তানের চেয়ে দশমিক ব্যবধানে অল্প এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান এখন র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited