অনলাইন ডেস্ক :
মার্কিন টেক জায়ান্ট গুগল এবার বাচ্চাদের পড়াশোনা শেখাবে। পাড়াশোনা শেখাতে ‘রিড অ্যালং’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপটি ২০১৯ সালে অবমুক্ত করে। ইতোমধ্যে তিন কোটিরও বেশি শিশু অ্যাপটি ব্যবহার করেছে। অ্যাপটির জনপ্রিয়তা ধরে রাখতে গুগল এর ব্রাউজার সংস্করণ চালু করেছে।
জানা গেছে, বর্তমানে ওই ওয়েবসাইটিতে প্রবেশ করা যায় এমন ব্রাউজারগুলো হলো- ক্রোম, ফায়ারফক্স ও এজ। তবে খুবই দ্রুত সাফারিসহ অন্যান্য ব্রাউজারও সমর্থন করবে। ওয়েবসাইটিতে শত শত ইলাস্ট্রেটেড স্টোরি রয়েছে, যেগুলো মিলবে ইংরেজি, হিন্দি, গুজরাটি, বাংলা, তেলুগু, মারাঠি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায়। রিড অ্যালংয়ের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘দিয়া’ বাচ্চাদের জোরে জোরে পড়তে উৎসাহিত করে এবং ভুল হলে সঠিক উচ্চারণটি জানিয়ে দেবে। বাচ্চারা দক্ষতা অর্জন করে লক্ষ্য পূরণ করতে পারলে ডিজিটাল পুরস্কার দেয়া হবে। তবে গুগল বাচ্চাদের পড়াশোনা শেখার জন্য এ উদ্যাোগকে পরিপূর্ণ মনে করছে না। গুগল বলছে, এটি বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্যে করবে এবং যেসব বাবা-মা সন্তানদের সময় দিতে পারেন না তাদের উপকারে আসবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited