 
     অনলাইন ডেস্ক :
অনলাইন ডেস্ক :
পিএসজি শিবিরে অশান্তি এবং কোন্দল কিছুতেই কমছেনা। এতদিন খেলোয়াড়দের মধ্যে বিরোধ থাকলেও এবার কোচ ও খেলোয়াড়দের মাঝে ছড়িয়েছে দলীয় কোন্দল। নতুন কোচ গালতিয়ের সম্প্রতি কিলিয়েন এমবাপ্পেকে এতিম বলায় নাখোশ হয়েছেন তিনি। গত লিগ ম্যাচে রাঁসের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে পিএসজি।
ইনজুরির কারণে ওই ম্যাচে ছিলেন না মেসি। নেইমার ৫৭ মিনিট ছিলেন বেঞ্চে। আক্রমণের ভার একার কাঁধে পড়ে এমবাপ্পের। তিনি ভার বাইতে পারেননি। ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ের বলেন, মেসি-নেইমার ছাড়া এমবাপ্পে অনেকটা এতিমের মতো। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামার পরে এমবাপ্পের সঙ্গে রসায়ন ভালো হয়। দশ জনের দল নিয়ে আক্রমণে গতি বাড়ে বলেও মন্তব্য করেন কোচ। ওই ঘটনার পরে এমবাপ্পে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। লেখেন ‘পিভোটাল গ্যাং’। মেসি-নেইমারের সঙ্গে কোচের সম্পর্ককে এমবাপ্পে ‘গ্যাং’ বলেছেন বলে মনে করা হচ্ছে। পরে পোস্টটি ডিলেট করে দেন তিনি। ওই ঘটনার পরে সংবাদ মাধ্যম লা প্যারিসিয়াস দাবি করেছে, কোচের মনোভাবে খুশি নন এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করার পরও তাকে পছন্দের পজিশনে খেলানো হচ্ছে না।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited