অনলাইন ডেস্ক :
সুর ও কথার যাদুকর জাহিদ আকবর দীর্ঘ সময় ধরে দেশের গানকে সমৃদ্ধ করে চলেছেন। চলচ্চিত্র, অ্যালবাম ও একক গানে তার লেখা বরাবরই পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। সম্প্রতি তিনি নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন—এক ছবিতে চারটি গান লিখেছেন তিনি।
চলচ্চিত্র পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের নতুন ছবি ‘নন্দিনী’-র জন্যই এই চার গান লিখেছেন জাহিদ আকবর। তিনি জানান, এর আগে কোনোদিন এক ছবিতে এক বা দুটির বেশি গান লেখার আগ্রহ তার হয়নি। কিন্তু ছবির গল্প ও দৃশ্যের গভীরতা তাকে চারটি গান লেখায় অনুপ্রাণিত করে।
‘নন্দিনী’ ছবিতে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ইমরানের সুর ও সংগীতে ‘ব্যাকরণ’ গানটি গেয়েছেন ন্যান্সি ও ইমরান, আর ‘মন মেলেছে ডানা’ গেয়েছেন কোনাল। এছাড়া কাজী শুভ’র সুর করা ‘যাও ভেসে যাও’ ও ‘ও লাল মেম’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
বাংলাদেশের নাজিরা মৌ এবং কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১২ সেপ্টেম্বর। আশা করা যায়, গান, গল্প আর অভিনয়ের এক ভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে ছবিটি দর্শকহৃদয়ে জায়গা করে নেবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited