রেজাউর রহমান রিজভী :
নিজের ইউটিউব চ্যানেল স্টুডিও জয়ার ১ লক্ষ সাবস্কাইবার পূর্ণ হবার স্বীকৃতি স্বরূপ সম্প্রতি সিলভার বাটন পেয়েছেন সংগীত পরিচালক রাজন সাহা। আর এ উপলক্ষে ২৪ আগস্ট ঢাকার ধানমন্ডির স্টুডিও জয়াতে সঙ্গীতাঙ্গনের কলাকুশলী ও পরিবারের মানুষদের নিয়ে কেক কেটে তা উদযাপন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বরঙের সত্ত্বাধিকারী বিপ্লব সাহা, সাংবাদিক ও গীতিকার রেজাউর রহমান রিজভী, সঙ্গীতশিল্পী টি ডব্লিউ সৈনিক, নওরীন শার্লিন শরীফ, গীতিকার কনা চৌধূরী, কন্ঠশিল্পী ইউসুফ রিয়াদ, সপ্নীল পলাশ,সুমন কুমার সহ আরো অনেকে।
সিলভার বাটন পাওয়া প্রসঙ্গে সুরকার রাজন সাহা বলেন, স্টুডিও জয়ার সিলভার বাটন পাওয়া কৃতিত্ব কেবল আমার একার নয়, বরং আমার সকল গীতিকার, শিল্পী ও সাংবাদিক ভাইদের। আর আমি সব সময় মৌলিক গানকে প্রমোট করেছি। আগামীতেও আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, রাজন সাহার সুর সঙ্গীতে দুই বাংলার শতাধিক শিল্পী গান গেয়েছেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited