অনলাইন ডেস্ক :
সম্প্রতি গণভোট অনুষ্ঠিত হওয়া ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, খেরসন, ঝাপোরিজ্জিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক রাশিয়ার সঙ্গে যোগ দিতে আগ্রহী কিনা তা জানতে গত ২৩ সেপ্টেম্বর গণভোট হয়েছে। ওই গণভোটে রাশিয়ার পক্ষে ভোট পড়েছে ৯৬ শতাংশ। সংবাদ সম্মেলনে পেসকভ আরও বলেন, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে ইউক্রেনের চার প্রদেশের নেতাদের সঙ্গে রাশিয়ায় যোগদান বিষয়ক চুক্তি স্বাক্ষর হবে। পাশপাশি সেখানে ভাষণ দেবেন পুতিন। মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে লেখা হয়েছে ‘দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জয়া, খেরসন- রাশিয়া।’ বেশ বড়সড় আয়োজন করতে যাচ্ছে বলেই ধারণা করা যায়।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited