অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন চমক দিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের ওপেনার জনি বেয়ারস্টো ইনজুরিতে পড়ায় প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছে ইংলিশ খুনে ওপেনার অ্যালেক্স হেলস।
এরআগে, বেয়ারস্টোকে নিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে তারপরই আসে দুঃসংবাদ। গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইংলিশ তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। আর তাতে ছিটকে যান বিশ্বকাপের স্কোয়াড থেকেও। ধারণা করা হচ্ছে, এ বছর তিনি আর ফিরতে পারবেন না মাঠে। আগামী ২২ অক্টোবর পার্থে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited