আন্তর্জাতিক ডেস্ক :
এবার আফগানিস্তানের জনপ্রিয় লোকসংগীতশিল্পী ফাওয়াদ আন্দারাবি খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, তালেবান তাকে হত্যা করেছে। দেশটির সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দারাবি এ অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম আসভাকা নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির কৌতুকশিল্পী নাজার মোহাম্মদকে হত্যা করা হয়। আন্দারাব উপত্যকার খ্যাতনামা লোকসংগীতশিল্পী ছিলেন ফাওয়াদ। স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে গত শনিবার বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে তালেবান। আফগানিস্তানের সাবেক মন্ত্রী মাসুদ দাবি করেছেন, আফগানিস্তানজুড়ে শিল্পীদের খুঁজে বের করে তাদের ওপর হামলা চালাচ্ছে তালেবান। বিশেষ করে আন্দারাব অঞ্চলে তালেবানের হামলার মুখে পড়তে হচ্ছে শিল্পীদের। কাবুল দখলের পর সংগীত ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গত সপ্তাহে বলেছেন, ‘ইসলামে সংগীত কঠোরভাবে নিষিদ্ধ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited