অনলাইন ডেস্ক :
এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছিল গ্রুপ পর্বে এবং সুপার এইটে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে। কিউই এবং অজিদের হারিয়ে চমক দিলেও প্রোটিয়াদের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে আফগানরা।
বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাব দিতে নেমে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে এই ম্যাচে একাধিক রেকর্ডের সাক্ষী হয়েছে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়াম।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited