নিউজ ডেস্ক :
নির্মিত হল আতিফ আসলাম বাবলু'র চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নাটক 'চিৎকার'!
ডুয়েট কমিউনিকেশনের পরিবেশনায় নাটকটির গল্প লিখেছেন বুলবুল মাসুদ। নাটকটি প্রযোজনা করেছেন সাদিয়া আফরিন।
নাটকের গল্পের সারসংক্ষেপ হল-
একদিন সজীব এসে জানালো লুনার করোনা হয়নি বাট সজীবের করোনা পজিটিভ।  লুনার মাথা হ্যাং হয়ে যায়। সজীবকে আলাদা রুম রেখে সে ভয়ে কাহিল হয়ে যায়। সজীবের প্রতি অবহেলা ও অত্যাচার শুরু হয়। লুনা সজীবের অসুস্থতাকে ভয় পেয়ে সে তার সাবেক প্রেমিকের সঙ্গে পালাতে চায়। এদিকে সজীব মারা যায় লুনার আর পালানো হয় না।
নাটকটিতে অভিনয় করেছেন- গোলাম কিবরিয়া তানভীর, সামান্তা শিমু, আহমেদ সাজু, পুষ্প পাপড়ি, নাহার কণা প্রমুখ।
এস.এ টিভির পর্দায় নাটকটি প্রচারিত হবে ২৪শে সেপ্টেম্বর রাত ৮ঃ৩০ মিঃ এ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited