অনলাইন ডেস্ক :
অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী ১২ ঘণ্টায় আরো শক্তি সঞ্চয় করবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তবে এটি গুজরাটে আঘাত হানবে না বলেও শনিবার জানিয়েছে সংস্থাটি।
তবে আগামী পাঁচ দিনে ওই অঞ্চলে বজ্রঝড় ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়টি পোরবান্দার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ওই এলাকার দুই তিনশ’ কিলোমিটার দূর থেকে গুজরাট অতিক্রম করবে। আরব সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের আপাতত উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। সেই সাথে সব ধরনের মৎস্য আহরণ কর্মসূচিও বাতিল করা হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited