
অনলাইন ডেস্ক :
আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন অজি ক্রিকেটাররা। ফলে তারকা খেলোয়াড়দের ছাড়াই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আলোচনা চলছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি এখন আয়োজন করতে চাচ্ছে না। ভেন্যু না পাওয়া বড় কারণ। দুই পক্ষের আলোচনায় সিরিজ স্থগিত হয়েছে। ফলে আইপিএলে অংশগ্রহণে ওয়ার্নারদের কোনো বাধা নেই। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে। ২০ জন অজি ক্রিকেটার আইপিএলের দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ। ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বাস করে, সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলার মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতিও নিতে পারবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited