বিনোদন ডেস্ক :
১৫ই নভেম্বর সোমবার সন্ধ্যায় বেইলী রোডের ক্যাফে থার্টি থ্রি'তে মহরতের পর রিলিজ হয়েছে প্রজন্মের আলোচিত শিল্পী ও সংগীত পরিচালক অয়ন চাকলাদারের নতুন গান 'খোঁজে নিবে কি''। গানটি প্রকাশিত হয়েছে এনপি মিউজিক রেকর্ড'স এর ব্যানারে। গানটি অয়নের সাথে যৌথভাবে কন্ঠ দিয়েছেন নিশ্চুপ বৃষ্টি। গানটির কথা লিখেছে এনপি মিউজিক রেকর্ড'স এর কর্ণধার ঝুমুর আকতার এবং সুর ও সংগীত আয়োজন করেছে অয়ন চাকলাদার।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের মিউজিক ভিডিওর কালার, ভিএফএক্স, এডিট হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় পোস্ট প্রডাকশন হাউজ 'স্কাল প্রডাকশন' থেকে। স্কাল প্রডাকশনের কর্ণধার এস এম তুষার গানটির ভিডিও ও অডিও নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এই গানের ভিডিওতে অয়নের বিপরীতে মডেল হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় মুখ শাকিলা পারভিন। 'খোঁজে নিবে কি' গানের মিউজিক ভিডিওটি 'এনপি মিউজিক রেকর্ডস' নামের ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited