বিনোদন প্রতিবেদক :
এবার এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করলেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা রাশেদ মামুন অপু। 'বালা" শিরোনামে ঈদের একটি বিশেষ টেলিফিল্মে দেখা যাবে তাকে।
অপু বলেন গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে তাই কাজটি বাড়তি যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। নির্মাতা অনিক বিশ্বাস আমাকে সব দিক থেকেই সহযোগিতা করেছে। টেলিফিল্মে আরো অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত,সাহিল মোহাম্মদ, জিনিয়া, লিজা খানম, সেলজুক, ফারিয়া, রিগান সহ আরো অনেকে।
এটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। আসছে আগামীকাল ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ১টায় প্রচারিত হবে চ্যানেল নাইনে। "বালা" প্রযোজনা করেছে ভিন্টেজ মাল্টিমিডিয়া এবং এস পি পি এল চেয়ার।
এই প্রসঙ্গে নির্মাতা জানান, আমি বরাবরই আমাদের সমাজে ঘটে যাওয়া চারপাশের গল্প নিয়েই কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করি। শুধু বলবো আমার আগের কাজ গুলোর চাইতেও 'বালা' অন্যতম একটি সেরা কাজ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited