অনলাইন ডেস্ক :
প্রতি বছরই পণ্য এবং পরিষেবার মূল্য বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধির গড়কেই মুদ্রাস্ফীতির হার বলা হয়। এখন দাম বাড়লে টাকার মূল্য কমবে। সেটা কীভাবে? ধরা যাক আজ থেকে ৩০ বছর আগে ১০০ টাকা দিয়ে যে যে জিনিস কেনা যেত, আজ আর তা যায় না। সেই জিনিসগুলো কিনতে ১০০ টাকার অনেক বেশি খরচ করতে হয়। আগামী দিনে দাম আরও বাড়বে। ফলে সেই জিনিসগুলো কিনতে আজ যা খরচ হচ্ছে, আগামী দিনে আরও বেশি ব্যয় করতে হবে। সোজা কথায়, দিন যত যাবে মুদ্রার মূল্য কমতেই থাকবে।