৩১শে অগাস্ট চূড়ান্ত সময়সীমার ব্যাপারে অনড় বাইডেন

৩১শে অগাস্ট চূড়ান্ত সময়সীমার ব্যাপারে অনড় বাইডেন

অনলাইন ডেস্ক :

প্রশাসনের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ৩১শে আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বজায় রাখবেন। এর আগে প্রেসিডেন্ট বাইডেন ও জি-৭ দেশের নেতারা ভার্চুয়াল আলোচনায় মিলিত হন, যেখানে নেতারা চলতি উদ্ধার তৎপরতা জোরদার করতে আগামী সপ্তাহের চূড়ান্ত সময়সীমার বাইরেও যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি রাখার জন্য তাঁকে অনুরোধ জানানI তবে তালিবান কর্তৃপক্ষ কোন চূড়ান্ত সময়সীমার বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে।

ভার্চুয়াল আলোচনার আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী, বরিস জনসন বলেন, আমি আমার বন্ধু ও শরিকদের আফগান জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি শরণার্থী ও মানবিক সহায়তা জোরদার করার আবেদন জানাচ্ছি।

বাইডেনের চূড়ান্ত সময়সীমার এক সপ্তাহ বাকি থাকতে, পশ্চিমি দেশের লক্ষ লক্ষ লোক ও যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের অভিযানে সহায়তা দিয়েছিলেন, তাদেরকে ফ্লাইট ধরতে গেইট পার হয়ে হামিদ কারজাই বিমান বন্দরে যেতে দেখা যায়।

মঙ্গলবার সকালে হোয়াইট হাউজ জানায়, যে গত ২৪ ঘণ্টায় আরো ২১, ৬০০ লোককে উদ্ধার করা হয়েছে, তবে হাজার হাজার আফগান এখনো পাড়ি জমানোর প্রতীক্ষায় রয়েছেন।

তথ্যসূত্র : ভয়েস অফ আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *