
অনলাইন ডেস্ক :
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে ২৪ বছর বিশ্বআসরে কিউইদের হারাল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ সালে বিশ্বকাপে সবশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছিল প্রোটিয়ারা।
বুধবার ভারতের পুনেতে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫.৩ বল মোকাবিলা করে ১৬৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ১৯০ রানের বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। ভারত এক ম্যাচ কম খেলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে।