২০ লাখে কেকেআরে সাকিব

২০ লাখে কেকেআরে সাকিব

অনলাইন ডেস্ক :

আইপিএলের নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এমনকি সর্বোচ্চ দামি খেলোয়াড়কেও দলে ভেড়ানোর ইতিহাস গড়েছে তারা। গত আসরে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে দলে নিয়েছিল কলকাতা। পরে অবশ্য যাওয়া হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। আসন্ন আসরে নাম সরিয়ে নেয়ায় এবারও খেলা হচ্ছে না সাকিবের। এদিকে নতুন এক সাকিবকে দলে ভিড়িয়েছে কেকেআর। বিহারের তরুণ ক্রিকেটার সাকিব হোসাইনকে কিনেছে তারা।

মঙ্গলবার দুবাইয়ে জমকালো আয়োজনে আইপিএল-২০২৪ আসরের নিলাম অনুষ্ঠিত হয়। গুজরাট টাইটান্সের সঙ্গে লড়াই করে দামের রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককেও দলে নেয় তারা। নিলাম ও ধরে রাখা মিলিয়ে ২৩ জনের দল সাজিয়েছে কলকাতা।

ভিত্তিমূল্য ২০ লাখে সাকিব হোসাইনকে কিনেছে কলকাতা। ১৯বর্ষী পেসারের আইপিএল খেলা হয়নি এর আগে। বিহারের গোপালগঞ্জে জন্ম নেয়া সাকিব ২০২১ সালে বিহার অনুর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পান। দুর্দান্ত পারফর্ম করায় ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতেও সুযোগ পান বিহারের জার্সিদে। সেখানেও দুরন্ত ছিলেন তিনি। এরপর আইপিএলে নেট বোলার হিসেবে যোগ দেন চেন্নাই সুপার কিংসে। এবার দল পেয়ে গেলেন তিনি।

কলকাতার দলে জায়গা পাওয়ায় উচ্ছাসিত সাকিব নিজেও। ভারতের একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘কেকেআরের মতো টিমে জায়গা পাওয়ায় আমি উচ্ছাসিত। বিহারের সবাই সাপোর্ট করেছে আমাকে। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।’

নিলামে মিচেল স্টার্ক ও সাকিব হোসাইনসহ আরও ৮ জন ক্রিকেটার কিনেছে কলকাতা। তারা হলেন- আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার শেরফেন রাদারফোর্ড, ইংলিশ বোলার গাস এটকিনসন, ভারতীয় বোলর চেতন সাকারিয়া, উইকেটরক্ষক শ্রীকর ভরত, মানিশ পান্ডে, অঙক্রিস রঘুবংশী ও রামানদীপ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *