১০ লাখ রুপির বন্ড দিয়ে জামিন পেলেন ইমরান খান

১০ লাখ রুপির বন্ড দিয়ে জামিন পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় গোপন নথির মামলায় ইমরান খান ছাড়াও জামিন পেয়েছেন তার সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শাহ মাহমুদ কুরেশি। খবর সামা টিভি’র।

এই মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে পিটিআই নেতাদের আবেদন গ্রহণ করেছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। জামিনের জন্য দুই নেতার প্রত্যেককে ১০ লাখ রুপি করে জামানত দিতে হয়েছে।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চে এই জামিন শুনানি হয়। এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরদার তারিক মাসুদ। এছাড়া বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মনসুর আলি শাহ ও বিচারপতি আতহার মিনাল্লাহ।

শুনানির সময় বিচারপতি মিনাল্লাহ বলেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো অপরাধই প্রমাণ করা যায়নি তাই সাবেক প্রধানমন্ত্রী নিরপরাধ।

প্রসঙ্গত, দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে গত আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান। এরই মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *