
অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের আলোচিত ‘তুফান’ সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় ছিল চোখে পড়ার মত। মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনেও ছিল একই চিত্র।
সিনেমাটি মুক্তির ১০ দিন পর পরিচালক রায়হান রাফী জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘তুফান’।
রাফীর ভাষ্য, বিগত ২৫ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে ‘তুফান’। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শিগগির আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো।
‘তুফান’ মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে ‘তুফান’।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র দাবি করছে, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।