
অনলাইন ডেস্ক :
৯ মাস প্রেম করে অবশেষে বিয়ে করেছেন বগুড়ার নিখিল-সান্ত্বনা। তবে টাকা-গয়না নয়, দেনমোহর হিসেবে ১০১টি বই নিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী কাজি অফিসে তাদের বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, নিখিল নওশাদের বাড়ি ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামে। পেশায় বেসরকারি কোম্পানির বিক্রয় কর্মকর্তা। পাশাপাশি ‘বিরোধ’ নামের একটি লিটল ম্যাগাজিনের সম্পাদক। আজিজুল হক কলেজের শাখা ছাত্রফ্রন্টের সাবেক নেতা নিখিল প্রায় এক দশক ধরে লেখালেখি করছেন। তাঁর কবিতা লেখার সূত্র ধরেই প্রায় নয় মাস আগে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক সান্ত্বনা খাতুনের সঙ্গে তার পরিচয় ঘটে। নিখিলের কবিতার প্রেমে পড়েন সান্ত্বনা। সান্ত্বনা বগুড়ার সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। দুজনেই পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। বরের বাবা শামসুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১০১টি বই দেনমোহর হিসেবে পুত্রবধূকে দিয়েছি। এই বইগুলোর মোট আর্থিক মূল্য ২ লাখ ২ হাজার টাকা।’