
অনলাইন ডেস্ক :
পবিত্র হজ পালন করতে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। আগামী সপ্তাহে বিশাল কাফেলার সাতে তিনি হজ করার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। অনন্ত জলিল জানান, সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই মক্কার উদ্দেশে রওনা হব। আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। ২৫০ জনের একটা টিম। সঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না, কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো। উল্লেখ্য, ইতোমধ্যে অনন্ত বেশ কয়েকবার ওমরাহ করলেও এবারই পূর্ণাঙ্গ হজ পালন করতে যাচ্ছেন।