অনলাইন ডেস্ক :
সৌদি আরব ঘোষণা দিয়েছে, হজের ভিসা শুধু পবিত্র ধর্মীয় রীতি পালনের জন্য। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কার ভেতরে ভ্রমণের অনুমতি থাকবে। এই তিনটি শহরের বাইরে এই ভিসায় ভ্রমণ করা যাবে না। রবিবার (৫ মে) আমিরাতভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, এই ভিসাটি কাজ, আবাসন বা এই তিনটি শহরের বাইরে ভ্রমণের জন্য নয়। এই বিধিনিষেধ অমান্য করলে শাস্তির মুখে পড়তে হবে। শাস্তির মধ্যে রয়েছে ভবিষ্যতে হজ পালনে নিষেধাজ্ঞা ও দেশে ফেরত পাঠানো।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিক বাদে সব আন্তর্জাতিক ভ্রমণকারী–যাদের হজের অনুমতি নিতে হয়–তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে।
এই ভিসাটি শুধু হজের মৌসুমের সময় পর্যন্ত কার্যকর। এই সময়ের মধ্যে হজের ভিসাধারীদের ওমরাহ বা মজুরির বিনিময় কিংবা বিনা মজুরিতে কোনও কাজে যুক্ত হতে পারবেন না।