
অনলাইন ডেস্ক
স্পিনিং অলরাউন্ডারের নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের ১০ রানে হারিয়েছে আফগানিস্তান। এর ফলে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে সমতা বিরাজ করছে। শারজায় আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান জড়ো করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মোহাম্মদ নবী, ৩৮ বলের মোকাবেলায় হাঁকান ছয়টি চার ও তিনটি ছক্কা। এছাড়া সেদিকউল্লাহ আতাল ৩২ বলে ৩৫ রান করেন। শেষ দিকে ঝড় তুলে ১২ বলে ২৫ রানের ক্যামিও সাজান রশিদ খান। আয়ারল্যান্ডের পক্ষে মার্ক এডায়ার তিনটি এবং জশ লিটল ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। দলীয় ৪৯ রানে বিদায় নেন অধিনায়ক পল স্টার্লিং, ১৫ বলে ২৪ রান করে। এরপর অ্যান্ডি বালবির্নি একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। ৪৪ বলে ৪৫ রান করে বালবির্নি ফেরার পরও জয়ের স্বপ্ন দেখায় গ্যারেথ ডিলানির ব্যাটিং।
তবে ১৮ বলে ৩৯ রান করে তিনি বিদায় নিলে ৩টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমায়। শেষপর্যন্ত ৮ উইকেটে ১৪২ রান জড়ো করতে সমর্থ হয় আয়ারল্যান্ড। আফগানদের পক্ষে রশিদ একাই শিকার করেন চারটি উইকেট, তাও মাত্র ১৪ রানের খরচায়। পান ম্যাচ সেরার পুরস্কারও।