সূর্যের আলোয় চার্জ হবে হেডফোন, চলবে ৮০ ঘণ্টা!

সূর্যের আলোয় চার্জ হবে হেডফোন, চলবে ৮০ ঘণ্টা!

অনলাইন ডেস্ক :

ব্যতিক্রমী হেডফোন তৈরি করে টেকপ্রেমীদের চমকে দিয়েছে অ্যাডিডাস। সম্প্রতি আরপিটি-০২ সোল ব্লুটুথ নামের একটি হেডফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। যা সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ হবে, তবে সূর্যের আলো না পেলে ঘরের আলোতেই চার্জ করা যাবে এই হেডফোনটি।

আর একবার চার্জ দিলে প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত এটি সার্ভিস দিবে বলে দাবি করেছে নির্মাতা সংস্থাটি। এই সোলার সেলটি তৈরি করেছে সুইডেনের সোলার প্রযুক্তি কোম্পানি পাওয়ারফয়েল। পুরোনো সোলার সেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হতে অনেক আলোর প্রয়োজন হলেও এটি কম আলোর মাধ্যমেই চার্জ করা যাবে। হেডফোনটিতে থাকছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। পানি বা ঘামে এই হেডফোনের কোনো ক্ষতি হবে না। এছাড়াও হেডফোনে রয়েছে একাধিক বিল্ট ইন ফিচার। যা ব্যবহার করে গান বদল করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে ভলিউম। অ্যাডিডাসের এই ওয়্যারলেস হেডফোনটির দাম ধরা হয়েছে ২২৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *