সিরিয়ায় রুশ গবেষণাগারে ইসরায়েলের হামলা

সিরিয়ায় রুশ গবেষণাগারে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক :

সিরিয়ায় অবস্থিত রাশিয়ার একটি গবেষণাগারে হামলা চালিয়েছে ইসরাইল। গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) মাসিয়াফ শহরের ওই গবেষণাগারে ইসরায়েলের চারটি বিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬টি গাইডেড বোমাবর্ষণ করে বলে দাবি করেছে রুশ বাহিনী।

গত শুক্রবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাশিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস ও আরআইএ জানিয়েছে, রাশিয়ার তৈরি করা এন্টি-এয়ারক্রাফট অস্ত্র ব্যবহার করে সিরীয় বাহিনী দুইটি ক্ষেপণাস্ত্র এবং ৭ টি গাইডেড বোমা ভূপাতিত করে। তিনি জানান, এই হামলায় গবেষণাগারটির সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২০১৫ সাল থেকে সিরিয়ায় অবস্থান করছে রুশ বাহিনী। গৃহযুদ্ধ কবলিত দেশটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সহায়তা দিতে ওই সময়ে সিরিয়ায় সেনা পাঠায় রাশিয়া। গত কয়েক বছরে সিরিয়ায় বহু হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়ে থাকে। সিরিয়ার বিরোধী গ্রুপগুলোকে মোকাবিলায় প্রেসিডেন্ট আসাদকে সহায়তা দিতে লেবাননের হিজবুল্লাহসহ বেশ কয়েকটি সিরীয় গ্রুপকে সমর্থন দিয়ে আসছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *