
অনলাইন ডেস্ক | মোঃ মানিক খান |
অনিক বিশ্বাস পরিচালিত ‘খোদা হাফেজ’র প্রকাশিত পোস্টারে দেখা যায়, মারকাটারি মুডে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন এই নবীন। সিক্সপ্যাকের বডি শেপ। পাশেই রোম্যান্টিক এক্সপ্রেশনে আছেন এ সিনেমার নায়িকা রিয়েলি, যিনি এর আগে ‘মেকআপ’ সিনেমায় অভিনয় করেন!
প্রকাশিত পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কতোটা নজর কাড়ছে? দিদার বলছেন, বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ পোস্টারটি শেয়ার করে লিখেছেন, সিনেমাটি আমার না। এই সিনেমার প্রযোজক বা পরিচালকের সাথে আমার পরিচয় নেই। তবে পোস্টারটি ভালো লেগেছে। পুরো টিমের জন্য শুভেচ্ছা রইলো।
পোস্টারে প্রশংসিত অনিক বিশ্বাস পরিচালিত “খোদা হাফেজ” সিনেমার পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। সোশ্যাল মিডিয়া বেশ সরগরম ‘খোদা হাফেজ’ সিনেমার ফাস্ট লুক। ঢাকাই সিনেমার নতুন জুটি দিদার ও নিপা আহমেদ রিয়েলীকে নিয়ে নির্মাতা অনিক বিশ্বাস নির্মাণ করেছেন ‘খোদা হাফেজ’ সিনেমাটি।পোস্টারে নায়ক দিদারের সিক্স প্যাকে অ্যাকশন মুডের উপস্থিতি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের৷ স্নিগ্ধ চাহনিতে নজর কেড়েছেন নায়িকা রিয়েলীও। সিনেমা প্রেমীদের অনেককেই পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে সিনেমার পরিচালক,দিদার-রিয়েলী জুটি ও পুরো টিমকে। তাদের মধ্যে আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি পোস্টারটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ‘খোদা হাফেজ’ টিমকে।
নির্মাতা অনিক বিশ্বাস বলেন, এরই মধ্যে এর দৃশ্যায়ন শেষ হয়েছে। গানের শুটিং শেষেই ডাবিং করা হবে৷ তারপর জমা পড়বে সেন্সরের টেবিলে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আর আমার এই সিনেমায় নতুন জুটি দিদার ও রিয়েলী বেশ ভালো কাজ করেছেন। দর্শকদের এই নতুন জুটিকে উৎসাহ দিতে ও তাদেরকে আরও অনুপ্রাণিত করার জন্য হলেও সিনেমাটি হলে এসে দেখা উচিত। আশা করি বাংলা সিনেমাপ্রেমী দর্শক নিরাশ হবেন না
দিদার বলেন, অনেকসময় সিক্সপ্যাক দেখানো হলেও সিনেমার গল্পে সেটি স্থায়িত্ব কম থাকে। কিন্তু আমার পুরো সিনেমাতে সিক্সপ্যাক দেখানো হবে। কাজটির জন্য অনেক কষ্ট করেছি। বডি তৈরি করতে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে। দু’মাসে হাড়ভাঙা পরিশ্রম করে সিক্সপ্যাকে যেতে সক্ষম হই। বিদ্যুৎ জামওয়াল (কমান্ড সিনেমার নায়ক)-কে আমি সবসময় ফলো করি। তিনি মার্শাল ও অ্যাকশনের দিক থেকে এগিয়ে আছেন। পাশাপাশি টাইগার শ্রফের স্ট্যান্টগুলো ফলো করি। তবে আমাদের দেশে আরিফিন শুভ ভাই সিক্সপ্যাক করেছেন সেটাতেও সত্যিই মুগ্ধ হয়েছি।
এর আগে বিদ্যুৎ জামওয়াল ‘খোদা হাফেজ’ নামে একটি ছবি করেছিলেন। সেই সিনেমা থেকে অনুপ্রাণিত কিনা জানতে চাইলেন দিদার বলেন, বাংলা ‘খোদা হাফেজ’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। এমনকি ধর্মীয় কোনো বিষয় নেই। ‘খোদা হাফেজ’ নামটুকুই নেয়া হয়েছে। দর্শক এই গল্পে টুইস্ট দেখতে পাবেন। একটু পর পর কী ঘটবে সেটা এই সিনেমা না দেখলে কেউ আন্দাজ করতে পারবে না।
দিদার বলেন, চলতি মাসে ‘খোদা হাফেজ’র টিজার প্রকাশ করা হবে। যেহেতু সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলেই মুক্তি দেয়া হবে সিনেমাটি।