
অনলাইন ডেস্ক :
সাকিব-রিশাদের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারালো বাংলাদেশ! বৃহস্পতিবার আর্নেস ভ্যাল স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় টাইগাররা।
শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। পরে ওই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি ডাচরা। ব্যাটিং এ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান। তিনি ৬৪ রানে অপরাজিত থাকেন। আর বোলিং এ সর্বোচ্চ উইকেট পান রিশাদ হোসেন। তিনি ৩ উইকেট লাভ করেন।
এই জয়ে সুপার এইটের খুব কাছে চলে গেল বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় পাওয়ার পর শেষটিতে নেপালকে হারাতে হবে তাদের। সেটি না পারলে অপেক্ষায় থাকতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের হারের অথবা অল্প ব্যবধানের জয়ের।