সাইকেলে বিশ্ব ভ্রমণ করবেন আব্দুল কুদ্দুস

সাইকেলে বিশ্ব ভ্রমণ করবেন আব্দুল কুদ্দুস

বিনোদন ডেস্ক :

একজন ভ্রমণ প্রিয় মানুষ। হৃদয়ে প্রকৃতির নেশা লেগেছিলো সেই ছোটোবেলা থেকেই। শুধু তাই নয়, ভ্রমন বিষয়ক প্রামাণ্যচিত্র দেখা যেন তার ছিল নিত্যদিনের সঙ্গী। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখতেন বিভিন্ন পর্যটন জায়গার ছবি। আর ভাবতেন প্রকৃতি কতই না সুন্দর। তিনিই আব্দুল কুদ্দুস। এখন যাকে মতিউল ইসলাম শাহরিয়ার(মিল্কি) নামেই চেনেন। সাইকেল দিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ তার। আর সেই স্বপ্ন পূরণে ইতিমধ্যেই সাইকেল দিয়ে ভ্রমণ করেছেন বাংলাদেশের ৬৪ জেলা। সাইকেল দিয়েই দুইবার সাজেক ও ১বার স্বর্গের সিঁড়ি জয় করেছেন স্বপ্নবাজ এই তরুণ। শুধু তাই নয়-প্রথম বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ার ২৮টি রাজ্যও সাইকেল দিয়ে ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে তার। তবে এখানেই ক্ষান্ত হচ্ছেন না তিনি। সাইকেল দিয়েই সফর করতে চাচ্ছেন ‘থাইল্যান্ড থেকে পবিত্র মক্কা’। আর এই সফর সমাপ্ত করতে মোট ১২টি দেশ অতিক্রম করতে হবে তাকে। এর মধ্যে- থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, ইরাক, কুয়েত এবং সৌদি। এ স্বপ্ন নিয়ে তিনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ‘সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ’। আর তা বাস্তবায়নেই আমার এ উদ্যোগ। আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে মে মাসের ২৫ তারিখ থেকে আমি ‘সাইকেল এ বিশ্ব ভ্রমণ’ এর সফর শুরু করব, ইনশাআল্লাহ। আমার এই সফরে সঙ্গী হিসেবে থাকছে “রক রাইডার” স্পেশাল এডিশন এর সাইকেল ৷ সাইকেলটি ষ্পন্সর করেছে “মাস্টার সাইকেল ষ্টোর”। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি।

এছাড়াও জড়িত রয়েছেন বিভিন্ন মানব সেবা মুলক কাজে। ইতিমধ্যে “নেক্সট লেভেল আনলিমিটেড” ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে ফিলিস্তিনের পাশে দাড়ানোর প্রজেক্ট। যেই গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি নিজেই সাথে থেকে সহযোগিতা করছেন মো: আল হেলাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *