
বিনোদন ডেস্ক :
অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন বরাবরই টালমাটাল। তৃতীয় বিয়ে ভাঙার মুখে, অথচ গত ৯ মাস যাবত এ নিয়ে মুখ খোলেননি তিনি। টালিউড নায়িকা শ্রাবন্তীর জীবনে প্রেম-ভালোবাসা-বিয়ে অনেকটা কচুপাতার পানির মতো। একটু বাতাস এলেই পড়ে যায়। এ পর্যন্ত তিন-তিনটি বিয়ে করেছেন, দুটির বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্বামীর সংসারও ত্যাগ করেছেন, নিয়েছেন বিচ্ছেদের চূড়ান্ত সম্পর্ক। একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে আরেক সম্পর্কে জড়াতে সময় নেন না তিনি। যন্ত্রণার কোনো ছাপ নেই তার কাজে। প্রেম-সম্পর্ক-সংসার ভেঙে গেলে যারা হতাশ হন, তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন শ্রাবন্তী। তাদের হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতলে দিয়েছেন। রোববার ইনস্টাগ্রামে নিজের একটি ফটোশুটের ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী লিখেছেন, ‘হতাশ না হওয়ার সব থেকে ভালো উপায় হলো, উঠে দাঁড়িয়ে নতুন কিছু করা।’