অনলাইন ডেস্ক :
মহামানব সক্রেটিস! পৃথিবীতে যত বড় বড় দার্শনিকের জন্ম হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। আবার কারো কারো মতে তিনিই সবথেকে বড় দার্শনিক। প্রাচীন গ্রিসের এথেন্সে খ্রিস্টপূর্ব ৪৬৯ সালে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার শৈশব সম্পর্কে তেমন কিছুই জানেন না ইতিহাসবিদরা। এই কারণেই তার শৈশব জীবনের তুলনায় কর্মজীবন নিয়ে বেশি জানতে পেরেছি আমরা। তর্কাতীতভাবে সক্রেটিসের চেয়ে অন্য কোনো দার্শনিক দর্শনে বেশি প্রভাব ফেলতে পারেনি। যদিও এই বিষয়ে বিতর্ক রয়েছে ইউরোপিয়ান ইতিহাসবিদদের মধ্যে। তবুও সর্বাধিক মতামতের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে সবার আগে সক্রেটিসের নামই আসবে।
তার আবিষ্কৃত অন্যতম প্রসিদ্ধ, ‘সক্রেটিক পদ্ধতি’র কারণে তিনি বেশ সুখ্যাতি কুড়িয়েছেন। মূলত এটি ছিল তর্কমূলক কথোপকথনের একটি রূপ যেখানে দুই বা ততোধিক ব্যক্তি একে অপরের চিন্তাধারা ও প্রস্তাব নিয়ে তর্কাতর্কি করেন। যদিও জীবদ্দশায় এই সক্রেটিক পদ্ধতির আনুষ্ঠানিক স্বীকৃতি দেখে যেতে পারেননি সক্রেটিস। তার মৃত্যুর পর বিতর্ক বা তর্কমূলক কথোপকথন বেশ সুনাম অর্জন করে।