প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ। সিনেমার নাম ‘মৃধা বনাম মৃধা’। এটি পরিচালনা করেছেন দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা নির্মাতা রনি ভৌমিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু করে আগস্টের প্রথম সপ্তাহেই এর দৃশ্যধারণ শেষ করেন নির্মাতা। মাত্র ৬ মাসেই শেষ হয় সিনেমাটির শুটিং। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শেষ হয়েছে সিনেমাটির ডাবিং অংশের কাজ। শেষদিনে ডাবিংয়ে অংশ নিয়েছেন সিয়াম ও নোভা। ডাবিং শেষে এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি। এমনটাই জানান নির্মাতা।