অনলাইন ডেস্ক :
সপ্তাহের প্রথম দিনে আজ রোববার (১১ সেপ্টেম্বর) শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্য সূচক।
সেই সঙ্গে লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে। জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে প্রধান মূল্য সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে সাড়ে তিনশ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি রয়েছে।