শান্তিপূর্ণ ভাবে চলছে ভৈরব উপজেলার ভোট গ্রহণ

শান্তিপূর্ণ ভাবে চলছে ভৈরব উপজেলার ভোট গ্রহণ

কিশোরগঞ্জ ভৈরব অনলাইন ডেস্ক :

সুনশান নিরবতায় শান্তিপূর্ণ ভাবে চলছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি অনেকটায় কম লক্ষ্য করা গেছে। তবে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোটারদের মধ্যে যার যার নিজস্ব সমর্থিত প্রাথীদের প্রচারণায় ব্যস্ত দেখা গিয়েছে। তবে ধারণা করা হচ্ছে দুপুরের পরে ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে বাড়তে পারে। অন্যদিকে নির্বাচন কমিশন কর্তৃক সাংবাদিক পর্যবেক্ষকরা বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীরাও অত্যন্ত সুনিপুণভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এবারের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন হবে বলে আশাবাদী ভৈরবের আপামর জনসাধারণ।

বুধবার ৫ জুন সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে। উপজেলায় ৯২ টি কেন্দ্র, মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৪২ জন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার-ভিডিপি, র‍্যাব, বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা অবাধে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও রিজার্ভ ফোর্সের টিম তৎপর রয়েছে।

আজ বুধবার অনুষ্ঠিত ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয় গতকাল মঙ্গলবার। জানা যায়, গতকাল দুপুরে ভৈরব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৯২টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদেরকে সংশ্লিষ্ট কেন্দ্র সমূহের নির্বাচনী কাজে ব্যবহৃত দ্রব্যাদি বুঝিয়ে দেয়া হয়।

তারা ওইসব প্রয়োজনীয় দ্রব্যাদি ও নিরাপত্তাকর্মী নিয়ে যার যার কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে ব্যালট পেপার আজ সকালে সকল কেন্দ্রে সরবরাহ করা হয়। গতকাল দুপুরে নির্বাচন নিয়ন্ত্রক সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন এ কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা ।

উল্লেখ্য, ভৈরব উপজেলা পরিষদের এই নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ০৩ জন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *