শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরাইল

শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরাইল

অনলাইন ডেস্ক :

ইসরাইলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার ‘প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে’ আজ ভোরে এ অভিযান চালানো হয়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরাইলের রামোত নাফতালি ব্যারাক, নেভেহ জিভ এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন, জাতুন, সাহেল এবং এইন জেইতিম ঘাঁটিতে ড্রোন এবং ৩২০টি কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে।

ইসরাইলের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, রোববার সকালে অধিকৃত অঞ্চলে ‘ডাফোরা’ নামক একটি ইসরাইলি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহ হামলায় জাহাজটিতে থাকা একজন ইসরাইলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে হিজবুল্লাহ বলেছে, ‘আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে’।

উল্লেখ্য, গত ৩০ জুলাই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন। সূত্র: মেহের নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *