ক্রিকেট ডেস্ক :
মাত্র ১১০ রানের টার্গেট দিয়েও শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে স্কটল্যান্ড। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেল নামিবিয়া। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট হারায় স্কটিশরা। পেসার রোবেন ট্রাম্পেলম্যানের জাদুতে ১০৯ রানেই থামে স্কটিশদের ইনিংস। স্কটল্যান্ডের দেওয়া ১১০ রানের লক্ষ্যে নামিবিয়া পৌঁছেছে শেষ ওভারের প্রথম বলে। ২৩ বলে ৩২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জে জে স্মিত। এছাড়া ক্রেইগ উইলিয়ামস ২৩ রান করেন। আগের দুই ম্যাচের জয়ের নায়ক ডেভিড উইজে ১৬ রান করেন। স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ২টি উইকেট নেন। এছাড়া ব্রেডলি হোয়েল, সাফিয়ান শরীফ , ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট একটি করে উইকেট নেন।