লি‌বিয়া থেকে ফিরছেন ১১৬ বাংলাদেশি

লি‌বিয়া থেকে ফিরছেন ১১৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লি‌বিয়া থে‌কে দেশে ফির‌ছেন ১১৬ বাংলা‌দে‌শি নাগরিক।ঢাকার বিমানবন্দ‌রে আজ বুধবার বেলা ১২টায় তা‌দের অবতরণ করার কথা র‌য়েছে। লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। দূতাবাস জানায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা এবং কূটনৈতিক যোগাযোগের পর লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশিকে আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে মঙ্গলবার সন্ধ্যায় রওনা ক‌রে‌ছে। দূতাবা‌সের বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস হতে দীর্ঘদিন যাবত প্রচেষ্টা চালানো হচ্ছিল। প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং আরও ১১ জন ত্রিপলির তারিক সিক্কা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *