লড়াই করেও পারল না আফগানিস্তান

লড়াই করেও পারল না আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়লেও শেষমেশ দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল আফগানিস্তান। রান ডিফেন্ড করতে নেমে প্রোটিয়াদের বেশ ভালো চাপে ফেলেছিল তারা। তবে রাসি ফন ডার ডুসেনের ব্যাটে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে টেম্বা বাভুমার দল।

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই হারে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগানিস্তান। আগেই সেরা চার নিশ্চিত করা প্রোটিয়ারা ধরে রেখেছে টেবিলের দ্বিতীয় অবস্থান। সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে হলে এই ম্যাচে অন্তত ৪৩৮ রানে জিততে হতো আফগানিস্তানকে। প্রথম ইনিংসের পরই তাই সেমির আশা শেষ হয়ে গিয়েছিল আফগানদের। তবে ২৪৫ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে বেশ ভালোই চাপে ফেলেছিল হাশমতউল্লাহ শহীদির দল। শেষদিকে ফন ডার ডুসেন ও আন্দিলে ফেহশুকায়োর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পোঁছে যায় প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয় দক্ষিণ আফ্রিকার। দুই ওপেনারের ব্যাটে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করে প্রোটিয়ারা। দলীয় ৬৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ২ রান যোগ করতেই ফেরেন কুইন্টন ডি কক। তৃতীয় উইকেটে এইডেন মার্করামের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ফন ডুসেন। মার্করামকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রশিদ খান। দ্রুত সময়ের ব্যবধানে হেনরিখ ক্লাসেনকেও ফেরান রশিদই। পঞ্চম উইকেটে মিলার-ডুসেন মিলে যোগ করেন ৪৩ রান। মিলারকে ক্যাচ বানিয়ে ফেরান মোহাম্মদ নবি। এরপর খানিকটা বিপদে পড়লেও মাথা ঠাণ্ডা রেখে ব্যাটিং করেন ফেহশুকায়ো এবং ফন ডুসেন। তাতে ২ ওভার ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডুসেন। ৩৭ বলে ৩৯ রান করেছেন ফেহশুকায়ো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *