
অনলাইন ডেস্ক :
শিগগিরই রাশিয়ায় স্মার্টফোন বিক্রির কথা ভাবছে স্যামসাং। আগামী মাস থেকেই রাশিয়ায় স্মার্টফোনের চালান পাঠাতে পারে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে স্যামমোবাইল। এর আগে, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে চলতি বছরের মার্চ মাস থেকে রাশিয়ায় স্মার্টফোন, চিপ ও অন্যান্য পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছিল স্যামসাং। রাশিয়াভিত্তিক সংবাদপত্র ইজভেস্টিয়া জানিয়েছে, স্যামসাং তার রাশিয়ান ডিলারদের কাছে স্মার্টফোনের চালান পুনরায় শুরু এবং অক্টোবরে তাদের অফিশিয়াল অনলাইন স্টোর পুনরায় চালু করার কথা বিবেচনা করছে। এদিকে অ্যাপল রাশিয়ার বাজার ছাড়ার পর থেকে স্যামসাং-এর সামনে এখন ওই অঞ্চলে নতুন করে আধিপত্য তৈরির সুযোগ রয়েছে। উল্লেখ্য, গত বছর রাশিয়ায় শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ছিল স্যামসাং।