অনলাইন ডেস্ক :
মাঝ শরতেও গ্রীষ্মের মত গরম অনুভত হওয়ার এসময়ে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি; দেশের অন্যান্য স্থানেও বাড়ছে বৃষ্টির প্রবণতা।
টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর হালকা এ বৃষ্টির সঙ্গে ঝিরি ঝিরি হাওয়ায় অনেকটাই শরীর জুড়িয়েছে নগরবাসীর। অসহনীয় হয়ে ওঠা পরিস্থিতি সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা কেটেছে।
ঢাকাসহ দেশের অনেক এলাকায় বেশ কিছুদিন থেকে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। বর্ষার শেষ দিকে আর শরতের শুরুতেও বৃষ্টির দেখা মেলেনি। এরমধ্যে মঙ্গলবার থেকে কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। তবে বৃষ্টির প্রবণতা বাড়ায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।