যে কারণে ববি পরিচালককে মারধর করলেন

যে কারণে ববি পরিচালককে মারধর করলেন

সংবাদটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

এবারের ঈদে মুক্তি পেয়েছিল রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি হাতেগোনা কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় এবং ব্যবসা করতে পারেনি। এ নিয়ে পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ উঠে। সিনেমাটির মুক্তির পর নায়িকা ববি ক্ষিপ্ত হয়ে পরিচালককে মারধর করেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়। এতে সিনেমাটির নির্মাণ নিয়ে নানা অভিযোগ ও অনিয়ম প্রকাশিত হতে থাকে। চলচ্চিত্রটির সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন পরিচালক। যে বাজেটে সিনেমাটি নির্মাণের কথা দিয়েছিলেন, তার দ্বিগুণ খরচ করেন। প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি তা দেননি। এতে নায়িকা ববির সাথে নির্মাতার দ্বন্দ্ব বাঁধে। নায়িকার ক্ষোভ, তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল, তার ধারেকাছেও পরিচালক যাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি পরিচালককে মারধর করেন। সে সময় সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগ ছিল পরিচালকের বিরুদ্ধে। ঘটনার সময় পরিচালক বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু তা বাস্তব সম্মত হয়নি। ফলে নায়িকা সবার সামনেই পরিচালকের ওপর চড়াও হন। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন সংবাদ মাধ্যমকে বলেন, কী নিয়ে তর্ক-বিতর্ক ও রাগারাগি হয়েছে, আমি জানি না। তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি বলে আমাকে জানিয়েছিল। পলাশ বলছে, তার সাথে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে। দুজনের দুই রকমের কথা। তিনি বলেন, আমরা এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ, পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম। তার ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু ঘটনাটি আজ শুনেছি ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে বসব। উল্লেখ্য, ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *