জাতীয় ডেস্ক :
ঢাকা মেট্রোরেলের আরো ১০টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ নামের একটি জাহাজ। মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, ঢাকা মেট্রোরেলের ১০টি বগি ও ২টি ইঞ্জিনের ৪৩টি প্যাকেজ সরঞ্জাম নিয়ে গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে পানামা পতাকাবাহী এমভি হরিজন- ৯ নামের জাহাজটি ছেড়ে আসে। মঙ্গলবার বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। এর আগে, গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ঢাকা মেট্রোরেলের প্রথম চালানের আরো ৬টি ও ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে দ্বিতীয় চালানের আরো ৬টি বগি মোংলা বন্দরে খালাস করা হয়।